বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। জুলাই-আগস্ট আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এনে উক্ত তিন শিক্ষার্থীসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।মঙ্গলবার (৬ মে) বিকালে এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক উদ্দ্যেশপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ করেন ভুক্তভোগী তিন শিক্ষার্থী। তারমধ্যে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল ইসলাম, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিমন আহমেদ এবং আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম সংগ্রাম—তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, “জুলাই-আগস্টের আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি জীবনের ঝুঁকি থাকা সত্বেও। অথচ আমাদের উপরেই জুলাই-আগস্ট আন্দোলনে বাঁধা দেয়ার অভিযোগ এনে মামলা ও হয়রানি করা হচ্ছে।”সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম সংগ্রাম বলেন, “আমরা রাজপথে ছিলাম, গুলি-সন্ত্রাসের মুখে থেকেছি, আর আজ সেই আন্দোলনের যোদ্ধাদের আসামি বানানো হচ্ছে। এরচেয়ে লজ্জার আর কী হতে পারে?”তিনি আরও বলেন, “আগে আমি ছাত্রলীগ করেছি ঠিক আছে, কিন্তু ২০২৪ এর ১৮ জুলাই আন্দোলনের সময় আমি পদত্যাগ করেছিলাম। সেটার প্রমাণও দেখাতে পারবো। একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে যাওয়া অনেক কঠিন ছিলো। তবুও আমি তাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে ছিলাম। কখনো কারও ক্ষতি করিনি। এখন শুধু দেখতে চাই, যে উদ্দ্যেশ্যে আন্দোলন করেছিলাম সেটা আমাদের সত্যিই স্বাধীনতা দিয়েছে কিনা, আইনের সুশাসন দিচ্ছে কিনা।”মো. আজিজুল ইসলাম বলেন, “যিনি মামলা করেছেন তাকে ব্যক্তিগতভাবে কখনো দেখিনি, চিনিও। উনিও বোধহয় আমাকে চেনেন না, তাই মামলার নথিতে আমার নাম ভুল দিয়েছেন। ২০২৪ সালের ৪ আগস্টে ক্যাম্পাসে বাঁধাপ্রাপ্ত হয়েও আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের সাথে ইমদাদুল হুদা স্যার, মিজানুর রহমান স্যারও ছিলেন। সেসবের প্রমাণ মিডিয়ায় রয়েছে। পরদিন ৫ আগস্ট আমরা ঢাকায় গিয়েও আন্দোলনে অংশগ্রহণ করি, যেখানে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়।”তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করা হয়েছে তা নিতান্তই ভিত্তিহীন। যার কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ থাকে তা জনসম্মুখে উপস্থাপন করা হোক।”আরেক শিক্ষার্থী লিমন আহমেদ বলেন, “আন্দোলন নিয়ে আমাদের প্রমান দিতে হচ্ছে সেটা খুবই দুঃখজনক। ১৬ জুলাই আম্মুকে কল দিয়ে বলেছিলাম আন্দোলনে যাচ্ছি, কিছু হবে কিনা জানি না। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি। জুলাই আন্দোলনে সক্রীয় থাকার কারণে ছাত্রলীগের হুমকি পেয়েছিলাম, এখন মামলা খাচ্ছি ছাত্রদলের কাছ থেকে।” তিনি আরও বলেন, “মো. আশিকুর রহমান নামে যে ভাই আমাদের নামে মামলা দিয়েছেন তার সাথে আমাদের কোনো পরিচিতি নেই। এজন্য ভুল নামে মিথ্যা মামলা দিয়েছেন। এই মামলা রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত।”এর আগের দিন, ৫ মে সোমবার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল (দ্রুত বিচার) ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতাসহ মোট ২১০ জনকে আসামি করা হয়।বেঞ্চ সহকারী মো. আজমত আলী জানান, বিচারক নাসিমা খাতুন অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।প্রধান আসামি হিসেবে নাম রয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনির। এছাড়াও মোট ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট ‘হাসিনায় আস্থা’ ব্যানারে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তারা সশস্ত্র মহড়া ও সমাবেশ করেন। পরদিন ৪ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির প্রস্তুতির সময় আন্দোলনকারীদের ওপর গুলি, ককটেল বিস্ফোরণ ও হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। আরও অভিযোগ রয়েছে, আসামিরা মোটরসাইকেলে আগুন দেয় এবং বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে।উল্লেখ্য মামলাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্র ও শিক্ষক সমাজের একাংশ বলছেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আন্দোলনের গৌরবকে বিতর্কিত করতেই এই চক্রান্ত চলছে।” এ ছাড়া একইদিনে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল ইসলাম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান  
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান  

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে ‘Remembering Our Heroes' নামে একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার Read more

ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ভুল রক্তে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন