গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিষয়টি জানানো হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাযথ ব্যবস্থা না নেওয়ায়, বিক্ষোভের সময় তাকে গণধোলাই দেয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ মে) কোটালীপাড়ায় মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশন নামের বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।জানা গেছে, মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে গণিত বিভাগের সাইফুদ্দিন কাজল নামের এক শিক্ষক সম্পর্কে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসিরউদ্দিনের ভাই। তিনি দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সম্প্রতি ওই কুপ্রস্তাবের কয়েকটি অডিও শিক্ষার্থীদের ও এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পরে। প্রধান শিক্ষককে এ ঘটনা জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।এর প্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তির দাবি করে ক্লাস বর্জন করে বিক্ষোভে নামে। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসিরউদ্দিন বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা ও এলাকাবাসী মিলে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে দশম শ্রেণির শিক্ষার্থী আশালতাহাজরা, তিনাবাড়ৈ ও পিঙ্কি বিশ্বাস জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসিরউদ্দিনের ভাই এই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নজনকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমরা প্রধান শিক্ষক হাসানকে এ ঘটনা জানালে তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। তাই আমরা ক্লাস বর্জন করে ওই গণিত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তি দাবি করে বিক্ষোভ করেছি। যতদিন পর্যন্ত না সাইফুদ্দিন কাজলের শাস্তি হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে বিক্ষোভ চালিয়ে যাব।অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমার ভাই সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আমি পেয়েছিলাম। কিন্তু বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় না থাকায় সাইফুদ্দিন কাজলকে বরখাস্ত করতে পারিনি। এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় আসলেই সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ‘এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। শিক্ষার্থীরাও ঘরে ফিরে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি আমরা। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিকনুর আলম বলেন, ‘ছাত্রীকে কুপ্রস্তাবের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

মাগুরায় শিশু হত্যার ঘটনায় প্রধান আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন
মাগুরায় শিশু হত্যার ঘটনায় প্রধান আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরায় আট বছরের শিশু হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ দা উইমেন এন্ড চিল্ড্রেন সামাজিক সংগঠন। রবিবার (১৬ই Read more

ট্রাম্প-মোদীর আলোচনায় প্রাধান্য পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি
ট্রাম্প-মোদীর আলোচনায় প্রাধান্য পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি

প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী বছরের পর বছর ধরে একটা দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, যার প্রতিফলন দেখা যায় তাদের Read more

নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি
নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি

নাটোর কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পিছনের জানানার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা নাটোর সার্কেল এর অধীনস্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন