চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মাঠে এমন ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক দুই ভাই ফারুক হোসেন (৩২) এবং শাহিন আহমেদ (৩১) বাঁকা গ্রামের পশ্চিম পাড়ার খয়বার মন্ডলের ছেলে। ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে দুই বিঘা জমি ৫০ হাজার টাকার বিনিময়ে বাঁকা গ্রামের ইন্তাজ আলীর কাছ থেকে লিজ নেয় দুই ভাই। এরপর ওই জমিতে ৫২০ টি পেয়ারার চারা রোপন করেন তারা। গত এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন। এবছর পেয়ারা গাছে ফুল ও ফল আসা শুরু হয়েছিলো। কিন্তু শত্রুতামূলকভাবে এক রাতেই সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন জানান, আমি এক বছর আগে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে এই পেয়ারা বাগান তৈরি করেছি। এছাড়াও পেয়ারা গাছে এবছর ফুল ও ফল ধরতে শুরু করেছে। আমার সাথে ব্যক্তিগত কারো শত্রুতা নেই। এমনকি আমার জানা মতে আমি কারো ক্ষতি করিনি। তারপরও রাতে দুর্বৃত্তরা আমার পেয়ারা বাগানের সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।অপর ভাই কৃষক শাহিন আহমেদ জানান, অতি কষ্ট করে প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকার বিনিময়ে আমরা দুই ভাই লিজ নিয়ে পেয়ারা বাগান করেছি। গত এক বছর যাবত অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফলশ্রুতিতে বাগানে এ বছর প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে। কিন্তু রাতের আধারে শত্রুতামূলক আমাদের কষ্টে অর্জিত সকল পেয়ারা গাছ কেটে দিল। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এর সুষ্ঠ তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতা।  রবিবার (১৬ মার্চ) বিকেল Read more

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, জেনে নিন ঢাকার অবস্থান
বায়ু দূষণের শীর্ষে দিল্লি, জেনে নিন ঢাকার অবস্থান

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৮৪। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন