যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে অপসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গুরুত্বপূর্ণ এই পদে সাময়িকভাবে স্থলাভিষিক্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। অন্যদিকে মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন ট্রাম্প। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প ওয়াল্টজকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবেও তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।বিবিসি বলছে, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা একটি চ্যাট গ্রুপে ভুল করে একজন সাংবাদিককে যুক্ত করার জন্য ওয়াল্টজ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আর এটি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদের জন্য নিশ্চিতকরণ শুনানির সময় কার জন্য রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।মূলত ফ্লোরিডার সাবেক এই কংগ্রেসম্যান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া প্রশাসনের প্রথম সিনিয়র কোনও সদস্য।মূলত ওয়াল্টজের অপসারণের পেছনে মূল কারণ হিসেবে “সিগনালগেট” কেলেঙ্কারিকে দায়ী করা হচ্ছে, যেখানে তিনি ভুলবশত একটি সিগনাল গ্রুপ চ্যাটে একজন সাংবাদিককে যুক্ত করেন, যেখানে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এই ঘটনার ফলে জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং ওয়াল্টজের নেতৃত্ব নিয়েও সমালোচনা হয়।প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াল্টজের প্রশংসা করে বলেন, “মাঠে ইউনিফর্ম পরা অবস্থায়, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, মাইক ওয়াল্টজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকায়ও একইভাবে কাজ করবেন।”এদিকে ওয়াল্টজের স্থলাভিষিক্ত হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। রুবিও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউএসএআইডি এবং জাতীয় আর্কাইভের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করছেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী সদস্যে পরিণত করেছে।উল্লেখ্য, ওয়াল্টজের আগে নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছিল, কিন্তু হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার জন্য তার মনোনয়ন প্রত্যাহার করা হয়।ওয়াল্টজের নতুন পদে যোগদানের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে, “সিগনালগেট” কেলেঙ্কারির কারণে তার মনোনয়ন প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ 
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ 

মাতৃভাষার উন্নতি ছাড়া কোনো জাতি কি কখনও বড় হতে পেরেছে? আরব পারস্য জয় করেছিল, কিন্তু পারস্য আরবের ভাষা নেয়নি। শুধু Read more

মঠবাড়িয়ায় এমপির ভাইকে পরাজিত করে চেয়ারম্যান হলেন বায়েজিদ
মঠবাড়িয়ায় এমপির ভাইকে পরাজিত করে চেয়ারম্যান হলেন বায়েজিদ

পিরোজপুর ৩-আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদকে পরাজিত করে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান Read more

গাজায় ইসরায়েলের হামলায় পূর্ণ সমর্থন ট্রাম্পের: হোয়াইট হাউস
গাজায় ইসরায়েলের হামলায় পূর্ণ সমর্থন ট্রাম্পের: হোয়াইট হাউস

ফিলিস্তিনের গাজায় গত কয়েকদিনে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি। নারকীয় এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে Read more

জিয়াউরের প্রয়াণে ফিদের শোক
জিয়াউরের প্রয়াণে ফিদের শোক

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন-ফিদে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন