বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে ওই কলেজ ছাত্রী গায়ে আগুল দিলে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে শেষ রক্ষা হয়নি।  খুলনা থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিকালে তিনি মারা গেছেন।নিহত সানজিদা আক্তার তুলি (১৭) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল সরদারের মেয়ে ও তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির সামনে উঠানে বসে নিজের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে শরীরে আগুন ধরিয়ে দেন তুলি। শরীরে পুরোপুরি আগুন ধরে গেলে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। তৎক্ষণাৎ প্রতিবেশীরা এম্বুলেন্স যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থা অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।স্থানীয়রা আরো জানান, তুলিদের বাড়ির সামনেই মসজিদে তিন মাস পূর্বে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনগনর গ্রামের আমিনুর রহমান নামে এক অবিবাহিত যুবক ইমামতি করতেন। ওই যুবককে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন তুলি। এরপর ইমামতি ছেড়ে পালিয়ে যান ইমাম আমিনুর রহমান। এরপর আজ তুলি এই ঘটনা ঘটালো। তুলির হাতে কলম দিয়ে আমিনুরের নাম লেখা ছিল। আমরা ধারণা করছি ইমাম আমিনুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলী বলেন, ‘আমি শুনেছি, তাদের বাড়ির পাশের মসজিদের ইমামকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে পালিয়ে যায়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ঘটনা ঘটাতে পারে।’ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, ‘আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামের সাথে একতরফা প্রেম চলছিলো। মেয়েটা ভালো বাসলেও ওই ছেলেটি তাকে ভালোবাসেনি। যার কারণে সে পালিয়ে যায়। সে কারণে হয়তো মেয়েটি গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।’তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমিনুর নামের একজনকে আটক করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের অস্থিতিশীলতা কোনো ‘কালার রেভল্যুশন’ নয়
বাংলাদেশের অস্থিতিশীলতা কোনো ‘কালার রেভল্যুশন’ নয়

গত বুধবার ‘দি অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি) এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে যে ‘প্রায় ২০০ মানুষের প্রাণ হরণকারী সহিংস সংঘর্ষের পর Read more

জাবি শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ, চালু হতে পারে ‘কার্ট’ গাড়ি
জাবি শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ, চালু হতে পারে ‘কার্ট’ গাড়ি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ যানবাহন নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ যেনো কমছেই না। বিস্তৃত এই ক্যাম্পাসে পায়ে হেটে সবখানে যাওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন