মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার বটতলী শহরে শতাধিক রিকশা চালক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। এসময় তিনি বলেন, শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ একটি ভালো কাজ। এ ধরণের ভালো কাজ সবসময় হওয়া উচিত।লোহাগাড়া বটতলী ব্যবসায়ী হকার সমিতির সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন লোহাগাড়া ট্রফিক ইনচার্জ হাসানুজ্জামান হয়দার , সমিতির সাধারণ সম্পাদক কাইছার হামিদ, সহ- সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আবু ইউসুফ আবছার উদ্দিনসহ সমিতির সদস্যরা উপস্থিতি ছিলেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর