দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ নোটিশ জারি করে বিএনপির কেন্দ্রীয় দফতর। দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার প্রদানকালে এই দুই নেতা এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা দলের শিষ্টাচারবোধ, নীতি এবং মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, উক্ত সাক্ষাৎকারে প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহৃত হয়—যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।নোটিশে আরও বলা হয়, “ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে দলের প্রতিপক্ষের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, তা দলের জন্য মর্যাদাহানিকর। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মুখে এমন অশোভন শব্দ প্রয়োগ শুধু নেতিবাচক বার্তাই দেয় না, বরং দলের দীর্ঘদিনের সাংগঠনিক ঐতিহ্যের সঙ্গেও এটি বেমানান।” এ প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “আমি দলের একজন সিনিয়র সদস্য। সাংগঠনিক নিয়মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “যে সাক্ষাৎকার নিয়ে এত কথা, সেখানে আমি কারো নাম বলিনি। আমি শুধু টেলিভিশনে প্রচারিত সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রশ্ন রেখেছিলাম—ওই সন্ত্রাসীরা কার লোক? এই প্রশ্নের জবাব যদি খোঁজা হতো, তাহলে অনেক কিছুর উত্তর পাওয়া যেত এবং হয়তো আজ আমাকে নোটিশ পেতে হতো না।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার চারজন সমর্থককে হত্যা করা হয়েছে, এবং হত্যাকারীরা চিহ্নিত, অথচ তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”অপরদিকে, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, “শোকজ হলো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর একটি স্বাভাবিক অংশ। কেউই সংগঠনের ঊর্ধ্বে নয়। দল যদি মনে করে যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে হবে, তাহলে সেটির ব্যাখ্যা চাওয়া সংগঠনের অধিকার।” তিনি জানান, “আমি যথাসময়ে শোকজের জবাব দাখিল করব।”বিএনপির অভ্যন্তরে এই দুই নেতার বক্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জকেই সামনে এনে দাঁড় করিয়েছে। যেখানে একদিকে নেতারা নিজেদের বক্তব্যকে যুক্তিসঙ্গত ও বাস্তব অবস্থার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করছেন, অন্যদিকে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব সেটিকে বিবেচনা করছে রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী পদক্ষেপ হিসেবে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের বিরোধী রাজনীতিতে দলীয় নেতাদের মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক, তবে বক্তব্য প্রদানের ক্ষেত্রে কৌশলগত পরিপক্বতা ও দলের ভাবমূর্তি রক্ষাই একজন সিনিয়র নেতার দায়িত্ব। এই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতৃত্ব যে বার্তা দিতে চায়, তা হলো—দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো শিথিলতা নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ৬টি বিষয় যা হয়তো অনেকের অজানা
আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ৬টি বিষয় যা হয়তো অনেকের অজানা

আলি খান যখন আমেরিকায় পা রাখেন ক্রিকেট খেলা তার লক্ষ্য ছিল না, এখানে এসেছিলেন জীবিকার সন্ধানে, অন্য সাধারণ প্রবাসীদের মতোই Read more

কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর
কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর

গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা Read more

তালতলীতে ইসলামী আন্দোলনের সভাপতি আফজাল হোসাইন, সম্পাদক আবু জাফর
তালতলীতে ইসলামী আন্দোলনের সভাপতি আফজাল হোসাইন, সম্পাদক আবু জাফর

বরগুনার তালতলীতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর উপজেলা শাখার দুই বছরে জন্য কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা শাখা Read more

আবারও রেললাইন অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের
আবারও রেললাইন অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারে এক দফা দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন