ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে জানানো হয়, ২০২০ সাল থেকে ২ বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন তিনি।২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, এই হত্যাকাণ্ডের দায় ইসরাইল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। মিজান জানান, লাঙ্গারনেশিন খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।ইরান দাবি করেছে, এই অভিযানের সঙ্গে লাঙ্গারনেশিনের যোগসূত্র প্রমাণে ব্যাপক গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি তার সম্পৃক্ততা পুরোপুরি স্বীকার করেছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, লাঙ্গারনেশিনকে নির্যাতনের মাধ্যমে জবানবন্দি আদায় করে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি এফপিকে বলেন, ইরানি কর্তৃপক্ষের ফাঁসির মেশিন প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে, আরও বেশি মানুষের প্রাণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানায়, বিচারক আবোলগাসেম সালাভাতির আদালতে লাঙ্গারনেশিনের বিচার হয়েছে, যিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। সংগঠনটি বলেছে, লাঙ্গারনেশিন সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ আনন্দ, তবু মলিন মুখ 
ঈদ আনন্দ, তবু মলিন মুখ 

বাংলাদেশের অনেক জায়গায় গেলে `টাকার গরম` লক্ষ্য করা যায়।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ধরা ৩৪২০ কেজি মাছ জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ধরা ৩৪২০ কেজি মাছ জব্দ

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বরগুনার পাথরঘাটা ও বাদুতলা খালে অভিযান চালিয়ে ৩ হাজার ৪২০ কেজি সামুদ্রিক মাছসহ Read more

মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে
মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

ময়লার ভেতর মূল্যবান জিনিস খুঁজে বছরে আয় ৪৭ লাখ টাকা
ময়লার ভেতর মূল্যবান জিনিস খুঁজে বছরে আয় ৪৭ লাখ টাকা

৩৪ বছর বয়সী টিফানি ময়লার বাক্স থেকে তন্ন-বিতন্ন করে খুঁজে বের করেন মূল্যবান জিনিসপত্র। এই কাজ করতে করতেই ঘুরে গেছে Read more

কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন