বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্যের মোবাইল দেখে লেখার ভিডিও ধারণকারী পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে ওই পরীক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওর তদন্তে জন্য ৩ সদস্যদের কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসক।হামলার প্রতক্ষ্যদর্শী এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মী বলেন, সন্ধ্যায় আমি গার্লস স্কুলের পেছন দিয়ে যাচ্ছিলাম। তখন দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্য পরীক্ষার্থীদের মোবাইল দেখে লেখার ভিডিও ধারণকারী পরীক্ষার্থীকে একদল কিশোর মারধর করে। এ সময় ওই পরীক্ষার্থীর মা-ও পাশে ছিলেন। আমিসহ আরও কয়েকজন পথচারী গিয়ে হামলাকারী কিশোরদের নিবৃত করি। পরে ওই পরীক্ষার্থী তার মায়ের সঙ্গে চলে যায়। দাখিল পরীক্ষার্থীর মা জানান, ভিডিওর বিষয়ে তিনি কিছু জানেন না। এসময় সম্মান ক্ষুণ্ন হবে বলে সংবাদ সংগ্রহ করতে নিষেধ করেন তিনি। আর ভিডিওর বিষয়ে ওই পরিক্ষার্থীও কিছু জানেন না দাবি করে বলে, ঘটনার সময় সে বাসায় ছিল। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দাখিল পরীক্ষার্থীকে মারধরের বিষয়টি তিনি জানেন না। পরিবারের পক্ষ থেকেও কেউ পুলিশকে জানায়নি।তিনি আরও বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

যশোরের নার্গিস বেগম এখন বিএনপির ভাইস চেয়ারম্যান
যশোরের নার্গিস বেগম এখন বিএনপির ভাইস চেয়ারম্যান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক নার্গিস বেগম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন