সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন গ্রামীণ জনপদের এ সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি এলাকার কৃষ্ণগোবিন্দপুর চরপাড়া ত্রিশক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই সেতুটির অবস্থান। নির্মাণের সময় সেতুর দুই পাশে রেলিং ছিল। সাত-আট বছর আগে থেকে সেতুর দুই পাশের রেলিং ভাঙতে শুরু করে। সেতুটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সরু সেতুটির ওপর দিয়ে পাশাপাশি দুটি ইজিবাইক যাতায়াতও ঝুঁকিপূর্ণ। অপরদিকে সেতুর দুপাশে সংযোগ সড়কও পাকাকরণ করা হয়নি।স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরণের হালকা যানবাহন নিয়ে চলাচল করে। পাঁচগাছি, পাইকপাড়া, চরকাদহ সহ আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করেন। এলাকাটি কৃষি পণ্য উৎপাদনে প্রসিদ্ধ। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মণ কৃষিপণ্য পাড়াপাড় করেন কৃষকেরা।সাইফুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই রেলিং এর পলেস্তারা চটে যেতে থাকে। এখন প্রত্যেক রাতেই দুই একটা করে রড নাই হয়ে যায়। দিনের বেলায় চলাচল করা গেলেও রাতের অন্ধকারে চলাচল খুবই কষ্ট ও ঝুঁকিপূর্ণ। ‘কৃষক চান মিয়া বলেন, ‘প্রতিনিয়তই নদীর ওপারের কৃষিপণ্য ট্রলি অথবা ভ্যানে করে আনতে হয়। একেতে সরু সেতু তার ওপর রেলিং ভাঙা। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’মোকলেছুর নামের এক ব্যক্তি বলেন, ‘জরাজীর্ণ এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, ভ্যান ও হেঁটে চলাচল করছেন। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। দ্রুত সংস্কার অথবা নতুন করে সেতু নির্মাণ না হলে যে কোন সময় প্রাণহানী হতে পারে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাজীপুর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘সড়কটি এলজিইডির গেজেট ভুক্ত না। আমরা গেজেটভুক্ত করার জন্য প্রস্তাবনা পাঠাবো। তারপর ওই রাস্তার পাকাকরণের কাজ হাতে নেব। সেতুটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। ২০০০ সালের আগের কোন নথিপত্র আসলে অফিসে নেই। তবে সেতুটি অন্য কোনভাবে সংস্কার করা যায় কিনা বিষয়টা দেখছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত
মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত

সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন Read more

ওএমএস ডিলার না পেয়ে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যাচার
ওএমএস ডিলার না পেয়ে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যাচার

প্রত্যাশার ওএমএস ডিলারের লাইসেন্স বাগাতে না পেরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগাণ্ডা ছড়ানোর Read more

কারফিউ শিথিল হলেও চালু হচ্ছে না মৈত্রী এক্সপ্রেস
কারফিউ শিথিল হলেও চালু হচ্ছে না মৈত্রী এক্সপ্রেস

কারফিউ শিথিল হলেও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভারতের পক্ষ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে মৈত্রী এক্সপ্রেস চালুর সময়। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন