জেলার দীঘিনালা উপজেলায় প্রথম বারের মত ৪দিনব্যাপী ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্সে অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। মেলা উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করে। প্রত্যন্ত এলাকা ভ্রাম্যমাণ বই মেলায় হওয়া খুশি তারা। আগামী ২ মে ২০২৫ পর্যন্ত চলবে এ মেলা।এ বিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, সারাদেশে জেলা এবং উপজেলায় ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করা হয়। দীঘিনালায় আজ থেকে মেলা শুরু হয়েছে। এ মেলা টানা ৪দিন চলবে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ২রা মে পর্যন্ত।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, এই ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা বই পাঠে আগ্রহী হবে। সকাল থেকে উপজেলার শহরের আশপাশের বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হলে নতুন প্রজন্ম বইমুখী হবে । আগামী চার দিন এ মেলা চলবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর