গাজীপুরে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টায় সমিতির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনিযুক্ত সদস্য সচিব হাজী জলিল উদ্দিন।অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র সমিতির সদস্য আব্দুর রাজ্জাক সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমিতির নবনিযুক্ত আহবায়ক পারভেজ আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর মহসিন উজ্জামান, গাজীপুর জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন,হাজী আজারুল ইসলাম, শাজাহান, হাজী সোনায়, ছানোয়ার হোসেন, বিপ্লব শিকদার প্রমুখ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর