খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামে জেলা অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৯) এপ্রিল এনডিসি মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামি মনোনীত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন।তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে বিনামূল্যে, স্বল্পমূল্যে চিকিৎসা সেবা ও ফ্রী চক্ষু অপারেশন করে চিকিৎসা ও মানবিকতায় অবদান রেখে চলছেন।বিষয়টি নিশ্চিত করে ভাইস চেয়ারম্যান ডা. শাহাদাৎ হোসেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকার জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর