জয়পুরহাটে রিক্স চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিবার (২৯ এপিল) দুপুরে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাড়ি  জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামে। মামলার আগ পর্যন্ত স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ধর্ষীতার পরিবার।আসামীর নাম হলো জাকির হোসেন (৪৫)। তিনি জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের পাথারপাড়ার মৃত জবিরউদ্দিন সাখিদারের ছেলে ও ধারকি বেলগাড়ী বাজারে চায়ের দোকানদার বলে মামলায় উল্লেখ্য রয়েছে।মামলা ও পরিবার সুত্রে জানাগেছে, ধর্ষীতা সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের রিক্সচালকের জন্মগতভাবে বুদ্ধি-প্রতিবন্ধী নারী। সে ধারকি বেলগাড়ী বাজারে বিভিন্ন দোকানে কাজ করে এবং কাজের বিনিময়ে কেউ টাকা দিলে তা নেয়, আর খাবার দিলে তা খায়। সারাদিন বাজার থেকে রাতে সে পুনরায় বাড়িতে চলে যায়। চলতি মাসের ১৮ তারিখে বেলাগাড়ী বাজারের লোকজনের কাছ থেকে তার বাবা জানতে পারে গত ১৭ এপ্রিল তারিখে দুপুর ৩টায় জাকির হোসেন নামে এক পানের দোকানদার নিজ বাড়ি ধারকি গ্রামের পাথারপাড়াতে পান ধোয়ার কথা বলে এবং কাজের বিনিময়ে টাকা দিবে বলে প্রোলোভনে তাকে ধর্ষণ করে।   ঘটনার ১০দিন পর জয়পুরহাট থানায় মামলা করেন বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবা।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, এ ঘটনা জানার পরই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবাকে থানায় ডেকে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। সেইসাথে পরিবারের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

রোজায় আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন যেভাবে
রোজায় আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন যেভাবে

আমলের মাধ্যমে বান্দার ঈমান বাড়ে ও কমে। আল্লাহর আনুগত্য করলে ঈমান বাড়ে, অবাধ্যতা করলে কমে। সঠিক পথে চললে বাড়ে, ভুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন