ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিন (৪৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে নবীনগর উপজেলার কাজল্লা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন সাতমোড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিটঘর বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার করে আজ রবিবার (২৭ এপ্রিল) আদালতে প্রেরণ করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিটঘর বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর