তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সমবেত হয়ে প্রভাষকগণ তাঁদের তিন দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত দাবিসমূহ হলো – ১) নারী প্রভাষকসহ সকল প্রভাষকদের সাথে দুর্বব্যবহার ও মিথ্যাচারের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ২) আগামী ১৫ই মে এর মধ্যে  প্রমোশন বোর্ড শুরু করে দ্রুত প্রমোশন দিতে হবে। ৩) ডিউ ডেট থেকে আর্থিক সুবিধা (এরিয়া) প্রদান করতে হবে।  এ বিষয়ে কর্মবিরতি পালনরত একজন প্রভাষক বলেন, আজকে আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম আমাদের কিছু বিষয় জানার জন্য যে আমাদের প্রমোশনের কি অবস্থা ও কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে কিনা। এর আগে আমাদের জানানো হয়েছিল ২৪ তারিখের মধ্যে কাগজপত্র পাঠানো হবে। সে অনুযায়ী আমরা আজ আপডেট নিতে গিয়েছিলাম যে কাগজপত্র পাঠানো হয়েছে কিনা। প্রথমে আমাদের বাধা দেওয়া হয়েছে, উপাচার্যের কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা অনুমতি পাই এবং যখন ভিতরে প্রবেশ করি আমাদের কাছে কোন কিছু শুনতে না চেয়েই আমাদের সাথে একরকম রূঢ় আচরণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে স্যার আমাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন। লেকচারার হিসেবে আমরা এটা কখনোই আশা করিনা। সেটার প্রেক্ষাপটেই আমরা আজ আমাদের কিছু দাবি নিয়ে এখানে বসা।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ৬২ জন শিক্ষক। নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরেই শিক্ষকগণ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বোর্ড গঠন না হওয়ায় ৫ মাস ধরে আটকে আছে তাদের প্রমোশন। এছাড়াও নানা কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও প্রমোশন আটকে আছে বলে জানা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষোভ ঝাড়লেন অপি করিম
ক্ষোভ ঝাড়লেন অপি করিম

দর্শকপ্রিয় গুণী অভিনেত্রী অপি করিম। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আছেন বেশ বিপাকেই। এর আগেও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে Read more

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে Read more

ডিবি হেফাজতে কোনো সমস্যা হয়নি: নুসরাতের বাবা
ডিবি হেফাজতে কোনো সমস্যা হয়নি: নুসরাতের বাবা

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন