এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মোহাম্মদ সাদ ইসলাম রিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নাসের্স ইউনিয়ন বরিশাল শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, আমাদের ডিপ্লোমা সম্পন্ন করতে চার বছর লেগে যায়, সেক্ষেত্রে কেন আমাদের স্নাতকের সন্মান দেয়া হবে না।আমরা কেন এমন বৈষম্যের শিকার হবো। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী দ্রুত এহেন বৈষম্য দূর করার। নতুবা সামনের দিনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।এসআর
Source: সময়ের কন্ঠস্বর