প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন গাছ উপহার। বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন।রবিবার (২৭ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ক্যাম্পেইনে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক জমা দিলেই যে কেউ পেতে পারেন একটি গাছ, যা পরিবেশ রক্ষার পাশাপাশি সবুজের প্রতি মানুষের আগ্রহ বাড়াচ্ছে।নির্ভয় ফাউন্ডেশনের সদস্য তাসনিয়া হাসান ইভা বলেন, ‘পরিবেশ থেকে প্লাস্টিকের মাত্রা কমিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা সামাজিক সচেতনতা তৈরি করতে চাই। সংগৃহিত প্লাস্টিক দিয়ে সচেতনতামূলক স্ট্রাকচার তৈরি করা হবে, যা ভবিষ্যতে আরও প্রচারাভিযানে ব্যবহৃত হবে।’এই ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ভয় ফাউন্ডেশন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে। এসব সেমিনারে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন, গাছ লাগানো ও টেকসই জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।নির্ভয় ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই প্লাস্টিক জমা দিয়ে গাছ নিয়ে যাচ্ছেন এবং পরিবেশ রক্ষায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করছেন। সংগঠনটির এমন উদ্যোগকে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে একটি পথপ্রদর্শক পদক্ষেপ হিসেবে দেখছেন।নির্ভয় ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে পরিবেশ সচেতনতার বীজ বপন করা সম্ভব হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর