গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সফিলিস্তিনের এই ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা বলেন। আলোচনায় অংশ নেয়া একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাস তাদের প্রস্তাবের পক্ষে মধ্যস্থতাকারীদের সমর্থন গড়ে তুলতে আশাবাদী। সূত্র আরও জানায়- যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং সকল বন্দির মুক্তির বিনিময়ে হামাস পাঁচ থেকে সাত বছরের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ আমরা প্রত্যাখ্যান করছি না, আমরা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার যে কোনো গঠনমূলক প্রস্তাবের প্রতি আমাদের সম্মতি আছে। তবে নোনো ইসরায়েলের একটি মূল দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যেখানে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল। ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ চাইছে। নোনো বলেন, ‘আমাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না, দখলদারিত্ব যতদিন থাকবে এই অস্ত্র আমাদের হাতেই থাকবে।যদিও হামাসের প্রতিষ্ঠাকালীন সনদে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। তবে অতীতে তারা ইঙ্গিত দিয়েছিল যে, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের বিনিময়ে তারা একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল চলতি সপ্তাহে বলেছেন, ইসরায়েলের মূল দাবিগুলো পূরণ না হলে নতুন প্রস্তাবের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।মঙ্গলবার জেরুজালেমে হাসকেল বলেন, ‘হামাস যদি অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তবে যুদ্ধ আগামীকালই শেষ হত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরডি ফুডের ক্রেডিট রেটিং নির্ণয়
আরডি ফুডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের (আরডি ফুড) ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

ছাত্ররা কি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করছে?
ছাত্ররা কি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করছে?

রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের মতো দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন পক্ষ মাঠে নামার পর এর নেপথ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন