নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তোর করে। তিনি গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে। এবং উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের ইউপি সদস্য। পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালের করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আজ দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার থানায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিলো। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর