বাঁশখালীতে ‘বেহেশতের লোভ দেখিয়ে’ প্রতারণার মাধ্যমে এস্তফিজুর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধীর সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০০৪ সালে চট্টগ্রাম আঞ্জুমান-এ রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষে কিছু ব্যক্তি পরিবারের সদস্যদের অজান্তে বৃদ্ধ ও মানসিক প্রতিবন্ধী এস্তফিজুর রহমানের সম্পতি লিখে নেন বলে অভিযোগ করা হয়েছে।অনেক বছর বিষয়টি গোপন রাখার পর সম্প্রতি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী গ্রামের ওই সম্পত্তি আন্জুমানের পক্ষে দখলে নেয়ার উদ্যোগ নিলে বিষয়টি ফাঁস হয়। ২০০৭ সালে এস্তফিজুর রহমান মারা যান। এতো বছর পর এসে জায়গা দখল করতে যাওয়া আঞ্জুমানের লোকজনের সাথে এস্তফিজের পরিবারের সদস্যরা এখন মুখোমুখি। এনিয়ে এস্তফিজুর রহমানের পরিবারের সদস্যদের পক্ষে প্রতারণার মাধ্যমে আঞ্জুমানের জাল দলিল সৃষ্টির অভিযোগ এনে সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী গ্রামের এমদাদ আলীর ছেলে এস্তফিজুর রহমান ছিলেন মানসিক প্রতিবন্ধী। ২০০৭ সালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। ২০০৪ সালে এস্তফিজুর রহমানের কাছ থেকে একটি দানপত্র দলিল নেন আঞ্জুমানের লোকজন। দলিলে ৮৩ শতক সম্পত্তি উল্লেখ করা হয়। তাছাড়া দানপত্রের ওই দলিলে পরিবারের সদস্যদের সম্মতিতে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও বাস্তরে পরিবারের কেউ বিষয়টি জানতো না। এমনকি এস্তফিজুর রহমানের স্ত্রীও তখন বেঁচে ছিলেন। তিনিও এই দলিল সম্পর্কে কিছুই জানতেন না।লিখিত অভিযোগে এস্তফিজুর রহমানের ছেলে আনোয়ারুল আজিম জানান, কিছু দিন আগে তারা আমাদের সাথে কথা বলে আঞ্জুমানের লোকজন ওই দলিল বাতিল করবেন বলে আমাদের আশ্বাস দিলেও আর কোন খোঁজ খবর নেননি।তিনি আরও বলেন, আমার বাবা যখন ২০০৭ সালে মারা যান তখন ওনার বয়স ছিল ৭৫ বছর। অথচ ২০০৪ সালের ২৩ ফেব্রুয়ারী সৃজিত উক্ত দলিলে আমার বাবার বয়স লেখা হয় ৩৭ বছর। আমার বাবা প্রতিবন্ধী এবং অসুস্থ ছিলেন।আনোয়ারুল আজিম অভিযোগ করেন, আমার বাবা আঞ্জুমানের ভক্ত ছিলেন, এই সুযোগে আঞ্জুমানের লোকজন আমার বাবাকে বেহেশতের লোভ দেখিয়ে ফুসলিয়ে এমন অমানবিক কাজ করা হয়েছে। আমরা বিভিন্ন ইসলামী বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে গোপনে পরিবারের অজান্তে একজন অসুস্থ ও প্রতিবন্ধীর কাছ থেকে নেয়া দানপত্র শরীয়ত মোতাবেকও বৈধ হয়নি।আঞ্জুমানের লোকজন বর্তমানে ওই জায়গা দখল করে আমি ও আমার পরিবারকে উচ্ছেদ করতে পরিকল্পনা ও হুমকি দিচ্ছে। এনিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকায় আমরা আতংকিত অবস্থায় দিন পার করছি।আঞ্জুমানের বাঁশখালী উপজেলা প্রতিনিধি মাওলানা আবদুর রহিম সিরাজী জানান, জায়গাটি আনোয়ারের বাবা এস্তফিজুর রহমান আঞ্জুমান-এ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টকে দলিল মূলে দান করে দেন। আঞ্জুমান ওনার কাছ থেকে জায়গা নিতে চায়নি। তবুও আবেগ দিয়ে তিনি আঞ্জুমানকে সম্পত্তি লিখে দেন। আমরা পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও রফাদফা করার চেষ্টা করছি। এস্তফিজুর রহমানের পরিবারের সদস্যদের নিয়েই সেখানে খানেকা হবে।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, বৃহস্পতিবার এমন একটি অভিযোগ আমার কার্যালয়ে জমা হয়েছে। আমি এখনো বিস্তারিত জানি না। খবর নিয়ে দেখব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

সাগরে মাছ শিকার করতে গিয়ে বেশ কয়েক দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া ৫৫ জন বাংলাদেশী জেলেকে Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

আদানির সঙ্গে ঢাকার বিতর্কিত চুক্তিটি যেভাবে সম্পন্ন হয়েছিল
আদানির সঙ্গে ঢাকার বিতর্কিত চুক্তিটি যেভাবে সম্পন্ন হয়েছিল

প্রায় এক দশক আগে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বাংলাদেশ সফরে গিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হাসিনাকে অনুরোধ করেছিলেন, ভারতের কর্পোরেট সংস্থাগুলোকে Read more

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে জানা যাবে আজ। রবিবার (৪ মে) বিকেলে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন