রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর